Advertisement

header ads

তাকদির বনাম স্বাধীন ইচ্ছা

তাকদির বনাম স্বাধীন ইচ্ছা স্যার ক্লাসের কারা কারা ফাস্ট ক্লাস পাবে তা খুব ভাল করেই জানে। সুতারাং চোক বন্ধ করেই বলে দিতে পারে কে কেমন রেজাল্ট পাবে। স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন কাজেই তিনি সে অনুযায়ী আমাদের তাকদির লিখে রেখেেছন। তিনি জানেন আমরা দুনিয়ায় এই কাজ গুলো করব তাই তিনি অগ্রীম লিখে রেখেছেন তাকদির হিসেবে। এর মানে এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি। স্রস্টা এজন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যাবস্থা থাকলে আমি অবশ্যই জান্নাতে থাকতাম। দুনিয়াতে যেমনি পানি তৈরী হই দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন সংমিশ্রণে তেমনি জান্নাত পেতে হলে ভালো কাজের পাল্লা ভারী হতে হবে। তিন ভাগই ভালো কাজ হতে হবে। নতুবা দুই ভাগ ভালো কাজ হতে হবে।

Post a Comment

0 Comments