Advertisement

header ads

ভালোবাসার রসায়ন||Chemistry of Love

ভালোবাসার রসায়ন।।Chemistry of Love
ভালোবাসা মূলত রসায়নের খেলা।অক্সিটোসিন কে বলা হয় ভালোবাসার হরমোন।আমরা যখন কাউকে ভালবাসি তখন অক্সিটোসিন এর মাত্রা অনেক বেড়ে যায়।ডোপামিন এবং সেরোটোনিন নামক হরমোন মনের মধ্যে ভালবাসার অনুভূতি সৃষ্টি করে।এ হরমোন গুলো কেবল ভালবাসাই তৈরি করে না,এগুলো আমাদের শরীরের জন্যেও ভাল।এগুলো শরীরের ব্যথা ও অসুস্থতা অনেক সময় দূর করে দেয়।
প্রশ্ন হচ্ছে ভালোবাসায় এত পাগলামি কেন হয়?ভালোবাসার মানুষের জন্য অনেক সময় মানুষ অাত্নহত্যা পযন্ত করে।আমরা যখন প্রেমে পড়ি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে এমপিঠামাইনের মত হরমোন নিসৃরন হয়।যা ভালোবাসা নামক এক অদ্ভুত অানন্দ তৈরি করে মনে।তখন প্রিয় মানুষটির জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধা বোধ করে না মানুষ।এ অনুভূতি এক রকম মাদকের মত।সকল মাদকের যেমন নির্দিষ্ট মেয়াদ থাকে এ হরমোন গুলোর ঠিক তেমনি মেয়াদ রয়েছে দেড় থেকে চার বছর পযন্ত।তাই সমীক্ষাই দেখা গেছে,বিবাহের দেড় থেকে চার বছর পযন্ত বিবাহ বিচ্ছেদের হার সবথেকে বেশি।কারন চার বছর পর এই প্রেম আর থাকে না।কিন্তু সমস্যা নেই অামাদের মস্তিষ্ক এই ভালবাসার খেলায় অভ্যস্ত হয়ে গেলে এন্ডরফিন নিসৃরন করে।এই এনড্রফিনের কারনে অামাদের মনের পাগলামি কমে একটা ধীর স্থির ভাব অাসে এবং ভালবাসার মানুষটির প্রতি বিশ্বাস, ভরসা ও নির্ভরতা তৈরি হয়।মনের অশান্তি উদ্বেগ অার দু খ কমে অাসে।তখন ভালবাসাটা অনেক বেশি দীর্ঘস্থায়ি হয়।

ফেসবুকে আমি📱কনক  

Post a Comment

0 Comments