আমি কে?
আমি মোঃ জোবাইর হোসেন কনক, একজন Electrical Engineer ও তরুণ উদ্যোক্তা। পাশাপাশি আমি একজন সচেতন নাগরিক, সমাজসেবক এবং প্রযুক্তির মাধ্যমে সমাজ গড়ার স্বপ্ন দেখানো একজন মানুষ।
আমার জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ার একটি গ্রামে, কিন্তু আমার স্বপ্ন শুধু নিজের এলাকা নয়, পুরো দেশকে ঘিরে। আমি পাড়ার শিশুদের বিনামূল্যে স্মার্ট শিক্ষাদান করেছি, প্রতিবেশীদের টেক-সাপোর্ট দিয়েছি, রক্তদান ক্যাম্পেইন চালিয়েছি এবং এলাকার রাস্তা-ঘাট উন্নয়নের জন্য সচিবালয় পর্যন্ত চিঠি পাঠিয়ে সফল উদ্যোগ নিয়েছি।
বর্তমানে আমি বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি এলাকার সচেতন নাগরিকদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরির কাজ করছি, যেখানে ঘুষ, দুর্নীতি, অপরাধ মোকাবিলা, এবং জনসচেতনতা গড়ে তুলবে যুব সমাজ।
আমার বিশ্বাস, প্রযুক্তি, শিক্ষা এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশকে পরিবর্তন করা যায়। ভবিষ্যতে আমি এমন একটি ডিজিটাল ও নৈতিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি নাগরিক হবে শক্তি, উদ্ভাবক এবং নেতৃত্বের অংশীদার।
যোগাযোগ:
ইমেইল: jubaeirkonok@gmail.com
LinkedIn: linkedin.com/in/jubaeir-hossen-konok
আপনার ভালো উদ্যোগে আমি পাশে থাকতে প্রস্তুত।
0 comments:
Post a Comment